Wednesday, November 23, 2022

 


                                               


                                    ফিজিওথেরাপি হোম কল সার্ভিসে রোগীর আগ্রহ বাড়ছে –
বিগত ১০ মাসে ফিজিও হোম কল সার্ভিসে চিকিৎসা করিয়ে ৩৫০ জন রোগী ভাল উপকার পেলেন । এর মধ্যে ৫৭ জন রোগী খুবই খারাপ অবস্থাতেও ভাল পরিষেবা  পেয়ে কিছুটা সুস্থ । হোম ভিজিট সার্ভিস এন্টারপ্রাইস শিলিগুড়িতে একটি অন লাইন পরিষেবা, এখানে  এই পরিষেবার শ্লোগানেই হল বাড়িতে ডাকুন , সুস্থও থাকুন । শুধু মোবাইলে নাম লিস্টিং করে রাখলেই পরিষেবা ঘরে বসেই পাওয়া যাবে । এখানে পাস করা ফিজিওথেরাপিস্ট , উন্নত আধুনিক মেশিন, সঠিক পরিষেবা এবং দাম সবই মধ্যবিত্তর নাগালের মধ্যে ।আগামীতে আরও ভাল পরিষেবার কথা মাথায় রেখে আরও একটি সংজ্জন থাকছে বডী ম্যসাজ । এটি একটি ভাল পরিষেবা এই শীতে রোগী ছাড়াও যাতে সাধারণ মানুষ সবাই সুস্থ থাকতে পারেন তার জন্য আমাদের প্রচেষ্টা রইল । শীত শুরু হতে হতেই ত্বকের রুক্ষতা,ত্বক ফেটে যাওয়া, ত্বকের ঘা শুরু হয়ে যায় তবে এই সময় ম্যাসাজ একপ্রকার ঔষধের বিকল্প রোগ প্রতিশোধক উপায়। প্রতিদিন ম্যসাজ করালে ত্বকের রুক্ষতা কমে ত্বক স্বতেজ হয়ে আসে , মাংসপেশীর মধ্যে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হবার ফলে পেশীতে টান ধরে না ব্যথাবেদনায় শীতে অনেক রোগীরাই কষ্ট পান তবে পর্যাপ্ত পরিমান রক্ত চলাচল হলে ব্যথা বেদনার থেকে মুক্ত থাকা যায় ঔষধ খাবার প্রয়োজন কম হয়ে আসে। বার্ধক্যজনিত কারণে শরীরের আভ্যন্তরীণ যন্ত্রপাতি খারাপের কারণে বিভিন্ন রোগের শিকার হতে পারেন তার মধ্যে ব্যথা বেদনা, অঙ্গপ্রত্যঙ্গ কমজোর হয়ে যাওয়া , মাংস পেশীর শিথিলতা একটা চিন্তার কারন। প্রতিদিন ম্যসাজে শরীর মন করবে চনমনে, কেউ কেউ স্ট্যাডি করেও দেখেছেন দিনের কর্ম ব্যস্ততার পর বাড়ি ফিরে ঘণ্টা ম্যসাজ করিয়ে খুবই তারাতারি ঘুম এসে যায় এবং গভীর ঘুম পাওয়া যায় ঘুমের ভিতর অনেকের ম্যসল পুলিং হয় প্রতিদিনের তালিকায় ম্যসাজ রাখুন অনেক ভাল থাকবেন ম্যসাজের সময় মস্তিষ্কের মধ্যে প্রচুর পরিমান ফিল গুড হরমন ক্ষরণ হবার কারণে মানসিক চাপ , এঞ্জাইটি ডিসঅর্ডার, কিছুটা আরাম হয় ।

 



Thursday, November 10, 2022

 


ক্লিনিকে গিয়ে ব্যয়াম করলেই কি ব্যথা বাড়ে ? ক্লিনিকে যাবার বদলে বাড়িতে ডাকতে পারেন আপনার ফিজিও কে – মিলবে উপকারও
 

আধুনিক চিকিৎসার দিক থেকে ফিজিওথেরাপি ও কিন্তু আজকাল পিছিয়ে নেই । অনেকেই ব্যথা কমানর জন্য বিকল্প ভাবে বিনা ঔষধের চিকিৎসা খুছছেন বাড়িতে বসেই । এর উপকারও মন্দ হচ্ছে না , ব্যথা-বেদনার দিক থেকে , ম্যস্ ল ও হাড় সংক্রান্ত ব্যপারেও বিনা ঔষধে অনেক ক্ষেত্রে সমস্যা সমাধান হয়ে যায় । শীত কাল আসন্ন , এই ঠাণ্ডা আবহাওয়ায় ড্রাই হিট এবং সাউন্ড ওয়েভ , শর্ট ওয়েভ, লং ওয়েভ , প্রভিতি মেসিনের ব্যবহার ফিজিওথেরাপিস্ট রা জানেন এবং রোগীদের পক্ষে খুবই আরামদায়ক ও আরগ্যকারী চিকিৎসা তবে অনেকেই মনে করেন ফিজিওথেরাপি অপেক্ষা মেডিসিনই ভাল । শীত এখনও অনেক দেরী , বাজারে অনেক ফিজিও ক্লিনিকের পাশাপাশি বাড়িতে ফিজিও চিকিৎসা করানোর প্রবনতা আজকাল বেড়েছে তাই ডাঃ বিশ্বজিৎ বর্মণের - হোম ভিসিট সার্ভিসের জনপ্রিয়তাও নিঃসন্দেহে বেশী , অনেকে এই শীতের মরশুমে বডী ম্যস্যাজ এ নাম লিস্টিং করাতে শুরু করেছেন , সে সার্ভিস টাও মন্দ নয় , শরীরের ও ত্বকের অনেক উপকারী ।

শিলিগুড়ির সমাজসেবক পরিমল মণ্ডল বলেন পরিচিত ফিজিওথেরাপিস্ট পাওয়া গেলেও সঠিক মেডিক্যাল পদ্ধ্যতিতে চিকিৎসা পরিষেবা পাওয়া বিরল কিন্তু হোম ভিসিট সার্ভিসের এখানে দেখলাম ফিজিও পাশকরা এবং সবই প্রোফেশনাল সবার গ্রহণযোগ্য 

অন্যদিকে প্রতিদিনের রাস্তাঘাট জ্যম, গাড়ি পারকিং সমস্যা তার উপর ঘন্টার পর ঘন্টার প্রতিক্ষা ।রোগীর সাথে পরিবারের ও ভোগান্তির শেষনেই । সাথে সাথে সঠিক পরিসেবা পাবার কনও উপায় নেই । এইরখম আধুনিক সুবিধা পেলে সমস্যার সমাধান অনেকটাই হয় । জানাচ্ছেন শিলিগুড়ির সাধারণ জনগন