Saturday, November 20, 2021


         Ø একজন ফিজিওথেরাপিস্ট  কী  আঘাতের রোগ নির্ণয় করতে পারেন ?

হ্যাঁ , একজন ফিজিওথেরাপিস্ট  বিশেষজ্ঞ  চিকিৎসকদের মতো  অবি লম্বে আপনার আঘাত  নির্ণয় এবং চিকিৎসা করতে সক্ষম। 

Ø  ফিজিওথেরাপিস্টরা কোন  কোন পদ্ধাতি  ব্যাবহার করেন ?

ফিজিওথেরাপিস্টরা প্রধানত-  

ইলেকট্রথেরাপি,হাইড্রথেরাপি,ক্রায়থেরাপি, মাস্যাজথেরাপি,

এক্সারসাইজথেরাপির বিভিন্ন পদ্ধতি দ্বারা রোগীকে রোগ মুক্ত করেন । 

Ø  ফিজিওথেরাপিস্টরা কি এক্সরে করার জন্য কাউকে রেফার করতে পারেন ?

হ্যাঁ, ফিজিওথেরাপিস্টরা  চিকিৎসার সুবিধার জন্য এক্সরে, স্কেনিং, এম,আর আই, যে কোন 

পেথলজি পরিক্ষার জন্য রেফার করতে পারেন 

হোম কলের সুবিধা-

সময় বাঁচান এবং আপনিও বাঁচুন।

আমরা বাড়িতে গিয়ে রোগীদের যত্ন নিয়ে চিকিৎসা করিয়ে থাকি।

সঠিক পরিষেবা পান যা ক্লিনিকে দেওয়া সম্ভব নয়

এই কাজটি আমাদের কাছে খুবই চালেঞ্জের।

আশ্চর্জ্জনক ফল দিতে সক্ষম হয়েছি।

No comments:

Post a Comment