Friday, November 12, 2021

Medicine vs Exercise

                                                   https://youtu.be/Lp86Als1jO8
                
                                      best physiotherapyin siliguri call at home 

           ফিজিওথেরাপী দ্বারা কি কি পরিষেবা প্রদান করা হয় ?

Ø  রোগের  সমস্যাগুলির মূল্যায়ন, রোগ নির্ণয় এবং চিকিৎসা  পরিষেবা প্রদান,চিকিৎসা কর্মসূচির  ব্যবস্থা ,ব্যায়াম কর্মসূচির ব্যবস্থা। আঘাতের চিকিৎসা, পক্ষাঘাতের চিকিৎসা, বিকৃত  অংগ-প্রত্ত্যংগের  সঠিক পরিচরচা, বয়স্ক পুরুষ ও মহিলাদের  ব্যায়াম কর্মসূচির ব্যবস্থা।ইলেক্ট্রোথেরাপী যেমন  - আল্ট্রাসাউন্ডট্রান্সকিউটেনিয়াস ইলেক্ট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, ইনফ্রা হিট থেরাপী, সর্ট ওয়েভ ডায়াথারমি,  লং ওয়েভ ডায়াথারমি,  মাসল স্টিমুলেশন, ডীভ  নার্ভ স্টিমুলেশন, মাইক্রো ওয়েভ ডায়াথারমি,  আরও অনেক কিছু।

            ফিজিওথেরাপির মাধ্যমে কোন কোন রোগের চিকিৎসা হয় ?

  ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় – বাতের ব্যথা, ঘাড়ে ব্যথা  হাতের কুনিতে ব্যথা,পেশীতে ব্যথা,হাঁটুতে ব্যথা,কোমরে ব্যথা, ক্রীড়াজনিত মোচ এবং আঘাত, মাথা ঘোড়া, শরীরে ভারসাম্য হীণতা, পক্ষাঘাত , স্নায়ুবিক বিকল অবশতা, পেশীতে হঠাৎ টান লাগা ও বিছানাতে সজ্জাশায়ী রোগীকে তার পূনঃজীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে ।


No comments:

Post a Comment