Wednesday, June 1, 2022


                                                                    Spinal cord injury    

·        ফিজিওথেরাপী দ্বারা কি কি পরিষেবা প্রদান করা হয় ?

Ø  রোগের  সমস্যাগুলির মূল্যায়ন, রোগ নির্ণয় এবং চিকিৎসা  পরিষেবা প্রদান

Ø  চিকিৎসা কর্মসূচির  ব্যবস্থা , 

Ø  ব্যায়াম কর্মসূচির ব্যবস্থা।

Ø  আঘাতের চিকিৎসা, পক্ষাঘাতের চিকিৎসা, বিকৃত  অংগ-প্রত্ত্যংগের  সঠিক পরিচরচা, বয়স্ক পুরুষ ও মহিলাদের  ব্যায়াম কর্মসূচির ব্যবস্থা।

 ইলেক্ট্রোথেরাপী যেমন  - আল্ট্রাসাউন্ড,  ট্রান্সকিউটেনিয়াস ইলেক্ট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, ইনফ্রা হিট থেরাপী, সর্ট ওয়েভ ডায়াথারমি,  লং ওয়েভ ডায়াথারমি,  মাসল স্টিমুলেশন, ডীভ  নার্ভ স্টিমুলেশন, মাইক্রো ওয়েভ ডায়াথারমি,  আরও অনেক কিছু।

Ø  ফিজিওথেরাপির মাধ্যমে কোন কোন রোগের চিকিৎসা হয় ?

  ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় –

বাতের ব্যথা, ঘাড়ে ব্যথা  হাতের কুনিতে ব্যথা,পেশীতে ব্যথা,হাঁটুতে ব্যথা,কোমরে ব্যথা, ক্রীড়াজনিত মোচ এবং আঘাত, মাথা ঘোড়া, শরীরে ভারসাম্য হীণতা, পক্ষাঘাত , স্নায়ুবিক বিকল অবশতা, পেশীতে হঠাৎ টান লাগা ও বিছানাতে সজ্জাশায়ী রোগীকে তার পূনঃজীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে ।

Ø এক জন ফিজিওথেরাপিস্ট কি ভাবে রোগ নির্ণয় করেন ?

          উদাহরণ স্বরূপ -এক জন ফিজিওথেরাপিস্ট

CT SCAN, M R I, X-RAY, ULTRASONOGRAPHY, BLOOD TEST, পরিক্ষার জন্য সরাসরি রেফার  করতে  পারেন ।

No comments:

Post a Comment