HOME VISIT SERVICE
কোন কোন ব্যথা
দ্রুত সেরেযায় ?
সাধারনত- খিঁচ ধরা ব্যথা দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অথবা শোয়ার কারনে ব্যথা, হঠাৎ ঝা্টকা লেগে যাওয়া, পড়ে গিয়ে ব্যথা, হাল্কা
স্পন্ডাইলিটিস
কারনে ব্যথা গুলো তারাতারি সেরে যায়।
ডিস্কের চাপ শিরায়
পড়লে কোমর
থেকে
পায়ের
দিকে
নামতে
থাকে।
পা
ঝিনঝিন
করতে
থাকে।
শুয়ে
পড়ার
পর
পা
তুলতে
গেলে
খুবই
কষ্ট
হয়।
নার্ভের
উপর
চাপ
পড়ে।
অধিকাংশ ক্ষেএে প্রয়োজনীয়
চিকিৎসা
খুবই
জরুরি।
ফিজিওথেরাপিস্টরা চিকিৎসার সুবিধার জন্য এক্সরে, স্কেনিং, এম,আর আই, যে কোন পেথলজি পরিক্ষার জন্য রেফার করতে পারেন।
লাম্বার স্পন্ডাইলিটিসে আক্রান্ত
হলে কি হয়?
সকালে ঘুম থেকে উঠলে পিঠ ও কোমর জুরে
ব্যথা, পাশ ফিরতে এবং চলতে অসুবিধা, কখনও কখনও ব্যথা পায়ে নেমে যায়। অবহেলা করলে এই
ব্যথা হিপ এবং কোমরের হাড় ক্ষয় হয়ে যেতে পারে। বয়স বারার সাথে সাথে চলা ফেরা বন্ধ হতে শুরু করে এবং রোগ জটিল আকার ধারণ করে, কিছুদিন চিকিৎসা করাতে
হয় ।
No comments:
Post a Comment